নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের আয়োজনের খো খো প্রশিক্ষক প্রশিক্ষণ শিবির শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। এরপর অসহায় ২০জন খেলোয়াড়ের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে আমেনা খাতুন প্যাভিলিয়নের দ্বিতীয়তলা সভাকক্ষে সনদপত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পি.ই.এন.জি.পি.এম.জে.এফ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামানের সভাপতিত্ব বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো।
স্বাগতিক বক্তব্য রাখেন খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাথলেটিক পরিষদের সম্পাদক নিবাস হালদার।