১৯শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
যশোরে এনডিএফের সম্মেলন
57 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার সকাল সাড়ে ১০টায় যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তন—১ ঈদগাহ মোড়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলার ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. জাহাঙ্গীর হুসাইন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আশুতোষ বিশ^াসকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও তৌহিদূর রহমান বাদলকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষিত হয়।

জেলা ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ বিশ^াস’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম শামীমুল হক ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মধুমঙ্গল বিশ^াস।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নড়াইল জেলার সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা সহ—সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি ফরিদা পারভীন, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সভাপতি শাহরিয়ার আমির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ—সাধারণ কামরুজ্জামান রাজেশ, জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম—আহবায়ক নাইস হাসান কাশেম।
সম্মেলনে সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিখিত সম্পাদকীয় রিপোর্ট উত্থাপন করেন। রিপোর্টের ওপর বক্তব্য রাখেন জেলা সহ—সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নু, কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ^াস, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের জেলা সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বাদল, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ^জিৎ বিশ^াস, গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক আদিবা জালাল তৃষা, সংগঠনের কেশবপুর থানা সহ—সভাপতি আজাহারুল ইসলাম স্বপন, সদর থানার সাধারণ সম্পাদক অ্যাড. আহাদ আলী লস্কর, অভয়নগর থানা সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে গাজা উপত্যকায় প্যালেস্টাইনের সশস্ত্র যোদ্ধা হামাসকে নির্মূল করার লক্ষ্যে ইসরাইলের নেতানিয়াহু সরকারের সর্বাত্মক যুদ্ধের ঘোষণা।

এ প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মাতৃভূমি গাজা ভূখণ্ড থেকে প্যালেস্টাইনি নাগরিকদের দেশত্যাগের নির্দেশ দিয়ে সর্বাত্মক বিমান হামলা শুরু করে। একইসাথে সীমান্তে সর্বাত্মক স্থল অভিযান এবং সাগরে নৌবাহিনী সমাবেশ করে সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতি হিসাবে ব্যাপক সেনা সমাবেশ করে স্থল ও নৌ আক্রমণের দিনক্ষন গুণছে।

ইসরাইলের বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ হাজার হাজার নারী—শিশু—বৃদ্ধ ও নিরীহ গাজাবাসী গণহত্যার শিকার হয়। একক পরাশক্তি মার্কিন সা¤্রাজ্যবাদ ও তার পাশ্চাত্যের মিত্ররা ইসরাইলকে রক্ষায় সর্বাত্মক সমর্থন দিয়ে ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে।

ইউরোপও ইসরাইল সরকারের পক্ষ নিয়ে হামাস তথা প্যালেস্টাইনি জনগণের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়ে চলেছে। একই সাথে ভূমধ্যসাগর, পারস্য উপসাগরসহ আরব উপদ্বীপের মার্কিন ঘাটিসমূহকে সতর্কতা জারি করে তৎপরতার নির্দেশ দেয়।

নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনী জনগণের পৃথক রাষ্ট্রের দাবিতে সংগ্রামে সংহতি প্রকাশ করে দখলদার ইসরাইল রাষ্ট্রের হামলা, গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে আশুতোষ বিশ^াসকে সভাপতি, হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও তৌহিদূর রহমান বাদলকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করা কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরি আশিকুল আলম। সম্মেলনের শুরুতে সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে ব্রিগে. জেনা. (অব.) এম. জাহাঙ্গীর হুসাইন ও আশুতোষ বিশ^াস। এরপর এক বর্ণাঢ্য র‌্যলি শহর প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সম্পাদক হাফিজুর রহমান।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram