নিজস্ব প্রতিবেদক : নারী নির্যাতন ও সামাজিক সহিংসতা রোধে ‘ইয়াভ’ নামে যশোরে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন আত¥প্রকাশ হয়েছে। নতুন এ সংগঠন তাদের উদ্ভাবিত মোবাইল এপিস্নকেশন সফটওয়্যার ও সংগঠনের নাম দিয়েছে ‘ইয়াভ’। যা নারীদের সামাজিক নিরাপত্তায় একটি স্বেচ্ছাসেবী সামাজিক-উন্নয়নমূলক ডিজিটাল সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ ধরনের তথ্য দেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা রোহিত রায় বলেন, মোবাইল এপিস্নকেশন সফটওয়্যার ‘ইয়াভ’ যা গুগল পেস্ন স্টোর থেকে ডাউনলোড করা যাবে এবং এর মাধ্যমে যেকোনো স্থান থেকে যেকোনো সময় অভিযোগ দিতে পারবেন কোনো ভিকটিম। প্রথমত ভিকটিম নতুন এ মোবাইল অ্যাপ ভিজিট করে অভিযোগ দিতে পারবেন।
সেখানে তিনি ব্যক্তিগত তথ্য প্রদান করবেন এক্ষেত্রে ভিকটিমের নিরাপত্তার জন্য তথ্যগুলো সম্পূর্ণ গোপন রাখা হবে। ভিকটিম কোন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন তার উপযুক্ত বর্ণনা দিয়ে তারপর অভিযোগটি সাবমিট করবেন। সংবাদ সম্মেলনে বলা হয়, ০১৬০১১০৯৩৩৯ নম্বর এ হটলাইনের মাধ্যমেও যেকোনো সময়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এটি সর্বক্ষণ সবার সেবায় চালু থাকবে।
এর ফলে যেকোনো ভিকটিম যদি নির্যাতনের শিকার হন তাৎড়্গনিক ফোন দিলে সঙ্গে সঙ্গে তার সাথে যোগাযোগ করে সব ধরনের সেবা দেয়া হবে।
সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা জান্নাতুল করিমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সনাক যশোরের সভাপতি প্রাক্তন অধ্যড়্গ শাহিন ইকবাল, ইয়াভ এর উপদেষ্টা অ্যাডভোকেট কামরম্নন নাহার কনা প্রমুখ।