নিজস্ব প্রতিবেদক : যশোরে আরও একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে বলে গোয়েন্দা পুলিশ দাবি করেছে। ওই কারখানা থেকে রিভলবার, গুলি এবং অস্ত্র তৈরীর সরঞ্জামসহ কারিগর সাহাদত হোসেন ওরফে বয়রা শাহাদতকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ভোররাতে শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় শাহাদতের লেদ কারখানা থেকে তাকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আটক শাহাদত একই এলাকার শাহাজান দেওয়ানের ছেলে। এ ঘটনায় ট্যাংকি শাওন, পা কাটা জিমি এবং বাবুসহ যশোর ও খুলনার অস্ত্র ক্রেতাদেরও পুলিশ নজরে রাখছে বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টার দিকে শহরের শংকরপুর চোপদারপাড়া সাহাদতের লেদে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় শাহাদতকে আটক ও তার লেদ থেকে একটি রিভলবার, ৪ রাউন্ড রিভলবারের গুলি, এক রাউন্ড ওয়ানস্যুটার গানের গুলি, একটি পিস্তলের বডি, একটি চ্যানেল, একটি নল, একটি ট্রিগার, একটি ফায়ারিং পিন, দুইটি স্প্রিং, একটি ম্যাগজিন, একটি স্টিলের ফর্মা, দুইটি শান মেশিন, ২৬টি স্পঞ্জ বার ও একটি বৈদ্যুতিক ড্রিল মেশিন উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ আটক শাহাদতের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে যশোরে কয়েকটি চক্র অস্ত্র তৈরী ও বিক্রি করে আসছিল। গত বছর যশোর শহরের আরএন রোড রাঙ্গামাটি গ্যারেজ এবং সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করে। এরপর পুলিশের জালে ধরা পড়লো সাহাদত।
সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে শাহাদত অস্ত্র তৈরী করে আসছিল। তার তৈরী আগ্নেয়াস্ত্র যশোর ও খুলনাসহ বিভিন্ন জেলায় সাপ্লাই দেয়া হয়। তবে যশোরের বাবু নামে এক ব্যক্তি শাহাদতের তৈরী অস্ত্রের ডিলার হিসেবে কাজ করে থাকে। কিন্তু এই বাবু সব সময় লোক চক্ষুর আড়ালেই থাকে। বাবু একটি শ্রমিক সংগঠনের সাথে যুক্ত। তবে পেশার আড়ালে অস্ত্র সরবরাহই তার প্রধান কাজ। খুলনার ট্যাংকি শাওন, পা কাটা জিমি এবং মিঠুসহ কয়েকজনের কাছে বাবু অস্ত্র পৌঁছে দিয়ে থাকে। তার বাড়িতে থাকা ভাড়াটিয়ার রিক্সায় করেও মাঝে মধ্যে অস্ত্র সরবরাহ করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অস্ত্রের কারবার করা বাবুর নামে মাদকের একাধিক মামলা রয়েছে।
এই ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি)’র ওসি রূপন কুমার সরকার জানিয়েছেন, শাহাদতকে আটক করা হয়েছে। তার সহযোগীদের নজরে রাখা হয়েছে।