নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে যশোর জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার দুপুরে শোভাযাত্রাটি শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু ম্যুরাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। এ সময় তিনি বলেন, ‘দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে রুখতে দেশীয় ও অন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা এ উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এ ষড়যন্ত্র রুখে দেবে। বাংলাদেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিএনপির সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে দেশকে আবার পাকিস্তানি রাষ্ট্র বানাতে চায়। কিন্তু তাদের সে আশা পূরণ হবে না। যারা বলছে, তত্ত্বাবধারক সরকার ছাড়া নির্বাচন হবে না; তাদের ছাড়াই এ দেশে ভোটের মাধ্যমে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।’
শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপশহর ইউনিয়নের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, আনোয়ার হোসেন মোস্তাক, সামির ইসলাম পিয়াস, গোলাম মোস্তফা, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, মুনসুর আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন, নিয়ামত উল্লাহ, যুবলীগ নেতা কেরামত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন সিরু, আজিজুল হক, রবিউল ইসলাম শাহীন, যুগ্ম-সম্পাদক ইউসুফ শাহিদ, জাকির হোসেন রাজীব, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তৌহিদুজ্জামান ওয়াসেল, অর্থ সম্পাদক হাজী হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আলী হোসেন নয়ন, মফিজুর রহমান নান্টু, নেতা হাসান ইমাম বাবলু, লোকমান হোসেন, আলী হোসেন প্রমুখ।