নিজস্ব প্রতিবেদক : যশোরে অস্ত্র মামলায় বকচর হুশতলার শেখ অনিকুর জামান অনিকের বিরম্নদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদšত্ম শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন ডিবির এসআই বিপস্নব সরকার। অনিক ওই এলাকার মৃত শেখ রেজাউল করীমের ছেলে। তার বিরম্নদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মামলা সূত্রে যানা যায়, ২০২৪ সালের ১৯ মার্চ সন্ধ্যারপর ডিবির কাছে খবর আসে শংকরপুর ব্যাংক কলোনীপাড়ায় একদল সন্ত্রাসী মাদক নিয়ে অবস্থান করছে। তাৎক্ষনিক এসআই শাহীনুুরের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় প্রথমে পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম আশা ও অভয়নগর উপজেলার গুয়োখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৪৮)। তাদের কাছথেকে একশো পিছ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তারা জানান, অনিকের কাছে অস্ত্র রয়েছে। এরপর ডিবি পুলিশ অনিককে আটক করে। তার কোমর থেকে একটি বিদেশী পি¯ত্মল উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুইটি মামলা হয়। অস্ত্র মামলায় অনিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।