নিজস্ব প্রতিবেদক : যশোরে অস্ত্র তৈরির কারখানা থেকে আটক দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলো, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মৃত এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম ওরফে আব্দুল আজিজ এবং সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের দক্ষিণপাড়ার আহাম্মদ আলীর ছেলে ও শহরের বারান্দীপাড়া রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক কুদ্দুস আলী।
মামলায় জানা গেছে, গত ১৪ অক্টোবর রাতে শহরের বারান্দীপাড়া রাঙ্গামাটি গ্যারেজ এলাকার নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে ২টি পিস্তল ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় আটক করা হয় আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর আব্দুল আজিজ ও লেদ মালিক কুদ্দুস আলীসহ ৩ জনকে। এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে কোতোয়ালি থানায় মামলা করে ডিবি পুলিশ। পরে আটকদের মধ্যে আব্দুল আজিজ ও কুদ্দুস আলীকে আদালতের অনুমতি সাপেক্ষে গত ২০ অক্টোবর দুই দিনের রিমান্ডে নেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা ওই ওয়ার্কশপের মাটির নিচে আরো অস্ত্র তৈরির সরঞ্জাম আছে বলে স্বীকার করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর রাতে নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পিস্তল ও ম্যাগজিন তৈরির বেশ কয়েকটি সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক আব্দুল আজিজ ও কুদ্দুস আলীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা করে এসআই সোলায়মান আক্কাস। এরপর তদন্ত শেষে উল্লিখিত দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই শাহিনুর রহমান।