নজরুল ইসলাম চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের স্থানান্তরিত কার্যালয়ের উদ্বোধন ও বিজয়ের গানের অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল বিদ্রোহী কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায়।
আতংকে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তখ্তে—তাউস। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার হয়ে গেছে তার ক্ষুরধার লেখনীতে। কাজী নজরুল ইসলাম সকল অনাচারের বিরুদ্ধে যুগে যুগে বিরাজমান। সেই নজরুল চেতনাকে দেশ জাতি তথা বিশ্বময় ছড়িয়ে দিতে “অগ্নিবীণা” কাজ করে যাচেছ।
গত একযুগেরও বেশি সময়ে নান্দনিক নানা অনুষ্ঠান করে যশোর তথা সারা দেশের সাংস্কৃতিক অঙ্গনে সাড়া ফেলতে সক্ষম হয়েছে অগ্নিবীণা।
৩০ ডিসেম্বর যশোর ইন্সটিটিউটের বি সরকার মেমেরিয়াল হলের দ্বিতীয় তলায় নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও অগ্নিবীণার প্রধান পৃষ্ঠপোষক সাইফুজ্জামান পিকুল।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু।
আরো বক্তব্য দেন অগ্নিবীণার উপদেষ্টা কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, শিক্ষাবোর্ডের সাবেক উপ সচিব আব্দুল খালেক, প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জেলা কালচারাল অফিসার আলী হায়দার শিম্বা, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক বিশেষ সদস্য অর্চনা বিশ্বাস ইভা, অগ্নিবীণার সহ সভাপতি প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, যশোর জেলা তরুনলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, মাইকেল সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, ডাক্তার অধ্যাপক মহিদুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অগ্নিবীণার সাধারণ সম্পাদক রুমানা খান চৌধুরী।
বিজয়ে গান ও গণ সংগীত ও নজরল সংগীত পরিবেশন করেন নাসিমা ফেরদৌসী, রুমানা খান চৌধুরী, আমিনুল ইসলাম লাভলু, রাগীব আবরার প্রমুখ। আলোচনা ও সংগীতানুষ্ঠানের আগে ফিতে কেটে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠান সাজসজ্জায় ছিলেন নাট্য সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক খাইরুজ্জামান আকাশ। — সংবাদ বিজ্ঞপ্তি