নিজস্ব প্রতিবেদক : যশোরের ৬টি সংসদীয় আসনের তফসিলের গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘেষণার পর বৃহস্পতিবার জেলার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল, ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই করা হবে। ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন বাতিলের উপর আপিলের আবেদন এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে। ১৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ ডিসেম্বর প্রতীক করাদ্দ ও ৭ জানুয়ারি সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।