নিজস্ব প্রতিবেদক : যশোরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আর নেই (ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান’র মৃত্যুর খবর শুনে রাতে বাড়িতে ছুটে যান ও শোকসšত্মপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিয়ামত উলস্নাহ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন প্রমুখ।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরম্নল ইসলাম, যশোরের মুজিব বাহিনী উপপ্রধান অ্যাডভোকেট রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুজাহারম্নল ইসলাম মন্টু, ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হোসেন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের অসংখ্য নেতাকর্মী এই জানাজা নামাজে অংশগ্রহণ করেন।