নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবার নামে বাণিজ্য ও অনুমোদনছাড়া পরিচালিত হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যহত রয়েছে। বুধবারও শহরের ৩টি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়। এ সময় প্রতিষ্ঠান ৩টি থেকে ২৫ হাজার টাকা হারে মোট ৭৫ হাজার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ প্রশাসনের সমন্বয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা শাখার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
<<আরও পড়তে পারেন>> উত্তরা প্রাইভেট হাসপাতাল সিলগালা
জেলা সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাক্তার পলাশ কুমার দাস জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে যশোরে যৌথ অভিযান মঙ্গলবার থেকে শুরু হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ অভিযান চলবে।
যশোর শহরের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, পিয়ারলেস ডায়গনিস্টক সেন্টার এবং আলট্রাভিশন ডায়গনিস্টক সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার শহরের দড়াটানা জেনারেল হাসপাতাল মোড় এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, পিয়ারলেস ডায়গনিস্টক সেন্টার এবং আলট্রাভিশন ডায়গনিস্টক সেন্টারে। প্রতিষ্ঠান তিনটিকে ২৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা শাখার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীমের সাথে ছিলেন যশোর বক্ষব্যধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার পলাশ কুমার দাশ, ক্যাব সদস্য আব্দুর রকিব সরদারসহ আইন—শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।