যশোরসহ বিভিন্ন নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। অঅয়োজনের মধ্যে ছিল র্যালি, আলোচনাসভা ও শিক্ষক সংবর্ধনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট..
নিজস্ব প্রতিবেদক জানান, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ‘পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বৃহস্পতিবার সকালে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টারেট স্কুল ও নব কিশলয় স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, নব কিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা প্রমুখ।
এদিকে, যশোর সরকারি এমএম কলেজে দিনটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম হাসান সরোওয়ার্দী, উদ্ভিদ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল¬ুর বারী।
তাছাড়া দিবসটি উপলক্ষে যশোর সরকারি মহিলা কলেজের আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কলেজটির সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার মো. একরামুল আজিজ। কলেজে অধ্যক্ষ প্রফেসর অমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড.মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুবুল হক খান ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর শামীমা আখতার।
এছাড়াও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি জসিম উদ্দনি, মনিরুজ্জামান, সরদার কায়সার পারভীন প্রমুখ।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের হামিদপুর আল—হেরা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম তুহিন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হাকাম, সহকারী অধ্যাপক স্বরেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি বিধান চন্দ্র দত্ত, নাজমুন আরা আন্নাসহ কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফ আলী।
বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি জানান, যশোরের বাঘারপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা দিবসটি পালন করেন। দিবসটি উপলক্ষে উপজেলার ডিগ্রি মহাবিদ্যালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। অনুরূপ নারিকেলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক অফিসার এ এস এম জিল্লুর রশিদ, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, প্রধান শিক্ষক এমদাদ হোসেন প্রমুখ।
ঝিকরগাছা পৌর প্রতিনিধি জানান, যশোরের ঝিকরগাছায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ঝিকরগাছা সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে শিক্ষক সংবর্ধনা ও আলোচনাসভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর—২(চৌগাছা—ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. কামরুজ্জামান জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় গুণি শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। পরে দিবসটি উপলক্ষে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রূপদিয়া (যশোর) প্রতিনিধি জানান, শিক্ষক হলো সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষক নবীন প্রজন্মকে জ্ঞান বিতরণ করেন, স্বপ্ন দেখান, তাদের মধ্যে বিশ্বাসের বীজ বপন করেন। যার ফলে নবীন প্রজন্ম সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।
যশোরের রূপদিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি এ সভার আয়োজন করে। বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার বেলা ১১ টায় এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ক্ষীরোদ বিহারী বাড়ৈ। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা শিক্ষক—শিক্ষিকাদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে পাইকগাছা সরকারি কলেজ। শুরুতেই এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রভাষক আছাবুর রহমান শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক আমান উল্যাহ গাজী, ইলিয়াস হোসেন, আব্দুল হাকিম, সত্যপ্রিয় মিস্ত্রী, প্রভাষক জামাল উদ্দিন, স্বপন কুমার ঘোষ, জিএমএ রাজ্জাক, মোমিন উদ্দিন, তারেক আহমেদ, লুৎফা ইসলাম, মাধুরি রানী, সোমা রায় ও মাহবুবা নাজনিন ইরানি।
নিজস্ব প্রতিবেদক, চৌগাছা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে র্যালি ও আলোচনাসভা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এক বিশাল র্যালি বের করে। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।
পরে শিক্ষক মিলনায়তনে এক আলোচনাসভা হয়। কলেজ অধ্যক্ষ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা করেন উপাধ্যক্ষ আলমঙ্গীর সিদ্দিকী, সহকারী অধ্যাপক আতিকুর রহমান, তিতুমির রহমান, আক্তারুজ্জামান, রীনা নাজমা, হারুণ—অর—রশিদ প্রমুখ।
কপিলমুনি প্রতিনিধি জানান, কপিলমুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় শেণি কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি তাপস সাধুর সভাপত্বিতে ও সহকারী শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, কপিলমুনি ইউপি সদস্য রবিন অধিকারী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এসএমসির সাবেক সভাপতি অলোক মজুমদার, এসএমসির সহ—সভাপতি হৃদ্দেশ কান্তি রায়, সদস্য রণজিত অধিকারী, রেশমা বেগম, রেক্সনা পারভীন, শিক্ষক প্রতিনিধি উজ্জল বিশ্বাস, সহকারী শিক্ষক স্বপ্না রায় প্রমুখ।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, শ্যামনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে এ অনুষ্ঠান হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা—৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মূখার্জীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, হায়বাতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, তালা উপজেলার মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার অনুপম রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সূয্যর্ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা আক্তার, এস সুরাইয়া, লুৎফুন নাহার, তহমিনা খাতুন, খাদিজা সুলতানা, রবিউল ইসলাম, রমা রানী কর্মকার, পিটিএ সভাপতি জয়ন্তী রানী ঘোষ, এসএমসির সহ—সভাপতি ফাল্গুনী হাজরা, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফজর আলী, কমিটির সদস্য সন্দীপ কুমার দাশ, দেবব্রত দাশ, দীপা চৌধুরী, মিতালী ঘোষ শিক্ষার্থী স্নিগ্ধা ঘোষ ও সুস্মিতা ঘোষ প্রমুখ।