২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় নিরাপদ সড়ক দিবস
যশোরসহ বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক দিবস পালিত

সমাজের কথা ডেস্ক: যশোরসহ বিভিন্ন স্থানে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। র‌্যালি, আালেঅচনাসভা ও সড়ক দুর্ঘটনায় ক্ষয়তির তথ্যসহ বিভিন্ন ক্ষতির বিষয় নিয়ে সেসব সভায় আলোচিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট—

নিজস্ব প্রতিবেদক জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিআরটিএ এর পক্ষ থেকে জানানো হয়, ২০১৯ সাল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ছোট—বড় ১৯০টি দুর্ঘটনায় ২২৫ জন নিহত হয়েছেন এবং ৭২ জন আহত হয়েছেন। দুর্ঘটনা বেশিরভাগ হয়েছে মোটর সাইকেল ও ইজিবাইকের সাথে অন্য যানবাহনের।

<< আরও পড়তে পারেন >> আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি

আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি' এ প্রতিপাদ্যে গতকাল রোববার সকালে কালেক্টরেট চত্বরে এই অনুষ্ঠান হয়। যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) যশোর সার্কেল অনুষ্ঠানটির আয়োজন করে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার বলেন, রেজিস্টেশনবিহীন যানবাহন রেজিস্টেশনের আওয়াতায় আনতে হবে। প্রতিনিয়ম সড়কে দুর্ঘটনা ঘটছে। অনেক সময় দুর্ঘটনার কারণ শনাক্ত করা কঠিন হয়ে যায়। নিরাপদ সড়কের আন্দোলন দীর্ঘদিনের। ২০১৮ সালে এটা নিয়ে আইন পাশ হয়।

<< আরও পড়তে পারেন >> সড়কে দুর্ঘটনা রোধে যেসব দিকনির্দেশনা প্রধানমন্ত্রীর

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (হাইওয়ে) আলী আহমেদ হাশমী, সিভিল সার্জন যশোরের মেডিকেল অফিসার ডাক্তার রেহনেওয়াজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআরটি যশোরের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান। আলোচনা সভা শেষে ৪ জন প্রশিক্ষণপ্রাপ্ত চালককে চশমা উপহার দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি যশোর কালেক্টারেট চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

নড়াইল প্রতিনিধি জানান, জেলায় দিবসটি উপলক্ষে রোববার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন ও বিআরটিএ নড়াইলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

<< আরও পড়তে পারেন >> সড়ক দুর্ঘটনার করুণ আর্তচিৎকার থামবে কবে?

র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ^াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বিআরটিএ নড়াইল সার্কেলের ইন্সপেক্টর ফরহাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওবাইদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবীর টুকু, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ। এ সময় ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান বলেন, গত ২০২২ সালে সারা দেশে ৬হাজার ৭শ’৪১টি সড়ক দুর্ঘটনায় প্রায় ১০হাজার মানুষের জীবনহানি হয়েছে।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। রোববার সকালে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন সভাপতিত্ব করেন। উপজেলা নিরাপদ সড়ক চাইয়ের আহ্বায়ক হারুনার রশীদ বুলবুলের সঞ্চালায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযেদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির ছিলেন উপজেলা নিরাপদ সড়ক চাইয়ের উপদেষ্টা এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনকেপিএস এর সভাপতি শামীম আখতার, উপজেলা নিরাপদ সড়ক চাইয়ের সদস্য গোলাম ফারুক বাবু, আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।

খুলনা প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে রোববার সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বিআরটিএ খুলনার সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে আলোচনা সভা হয়।

সভায় খুলনা বিআরটিএ’র বিভাগীয় পরিচালক প্রকৌশলী মো. মাসুদ আলম, খুলনা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম আল—বেরুনী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাদিকুল ইসলাম, বিআরটিসি’র ম্যানেজার রাজু মোল্যা, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির, নিরাপদ সড়ক চাই এর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, জেলা শাখার সহসভাপতি তরিকুল ইসলাম, মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (সোনা) বক্তৃতা করেন।

স্বাগত বক্তব্য দেন খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ। এর আগে খুলনার শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, পাইকগাছায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার যৌথ উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা হয়। নিসচার প্রধান উপদেষ্টা ও ইউএনও মুহাম্মদ আল—আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। নিসচা’র সিনিয়র সহ—সভাপতি সাংবাদিক আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিসচা সভাপতি এইচএম শফিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, নিসচা উপদেষ্টা ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রাক্তন অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, বাস মালিক সমিতির প্রতিনিধি ও কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, নিসচা সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা বদরুল হুদা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, পৌরসভা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার, ব্যবসায়ী ও সমাজসেবক সাঈদুর রহমান পল্টু, মোটর সাইকেল চালক সমিতির সভাপতি মনিরুল ইসলাম ও ইউপি সদস্য স্মিতা মন্ডল।

বক্তব্য রাখেন, নিসচা সহ—সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, আবুল হাশেম, মিন্টু অধিকারী, সিরাজুল ইসলাম, আব্দুল মজিদ বয়াতী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram