বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লারহাটে শেখ জিয়াদ আলী নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের জয়খা মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শেখ জিয়াদ আলী গাংনি ইউনিয়নের সারুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোমেন দাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়খা সড়কের পাশের একটি পুকুর থেকে জিয়াদ আলী নামের ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকান্ড নাকি অন্য কোন বিষয় সেটি তদন্ত করা হচ্ছে। জিয়াদের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শেখ জিয়াদ আলীর তিনটি বিয়ে ছিল। সর্বশেষ এক মাস আগে তৃতীয় বিবাহ করেছিলেন তিনি।