মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ ঘরে আম্বিয়া বেগম (৪৫) নামে এক বিধবা’র গলাকাটা বিবস্ত্র মরদেহ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ৭টার দিকে স্বজনেরা এ হত্যাকাণ্ডের ঘটনা জানতে পারেন। খবর পেয়ে থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাগেরহাটের একটি ইউনিট ও খুলনা সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার বেলা ১টার দিকে আম্বিয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় সিঁধ কেটে ঘরে ঢুকে আম্বিয়া বেগমকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে আম্বিয়া বেগমের স্বামী সেকান্দার আলী খান মারা যান । একমাত্র ছেলে সন্তান আব্দুর রহিম বাদশা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। নিহতের বৃদ্ধা মা তারা বিবি ও বোন মনোয়ারা বেগম বলেন, হতদরিদ্র আম্বিয়া বেগম কয়েক বছর ধরে তার ঘরে একাকী থাকতেন। সবাই তাকে সাহায্য দিতাম। এর আগেও তার ঘরে কেউ ঢুকেছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ ও সিআইডর ক্রাইনমিসন ইউনিট প্রধান এসআই প্রনোতোষ গাতিধর বলেন, ঘরের খাটের ওপর আম্বিয়া বেগমের গলাকাটা মরদেহ বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল ক্রাইমসিনের আওতায় রয়েছে। সকল প্রকার আলামত সংগ্রহ করা হয়েছে। আমেনা বেগমের সন্দিগ্ধ ঘাতকদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে।