মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সামনে শহীদ হামিদ মোড়ে ইসলামী শাহ্জালাল ব্যাংকের ১৪০তম শাখার কার্যক্রম চালু উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্যাংকের এসইভিপি ও হেড অব সি এস ডি মাহমুদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসভিপি ও যশোর শাখা ব্যবস্থাপক মো. সাইদুর রহমান এবং জেএভিপি ও মেহেরপুর জেলা শাখা ব্যবস্থাপক মীর তৌহিদ আহেমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লহ মতু প্রমুখ।