মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মাঠে প্রায় একবিঘা জমির ফলবান বেগুন গাছ আগাছানাশক দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের বেলা কে বা কারা শত্রুতা করে বেগুন ক্ষেত পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করছেন বেগুন চাষী।
বেগুনচাষী সামশুল হুদা মেহেরপুর জেলা শহরের নতুন পাড়ার গরিবুল্লাহর ছেলে। তিনি পাশের ঝাউবাড়িয়া গ্রামের মাঠে জমি বর্গা নিয়ে এবছর বেগুনচাষ করেন। ইতোমধ্যে ফুলে ফলে ভরে গেছে বেগুনগাছ। রাতের আঁধারে শত্রুতা করে আগাছানাশক ছিটিয়ে পুরো জমির তাজাগাছ পুড়িয়ে দেয়া হয়েছে। খবর পেয়ে সকালে জমিতে গিয়ে ঝিমিয়ে পড়া বেগুনগাছ দেখে হতবাক হয়ে পড়েন চাষী। ঈদের আগেই ১০ থেকে ১৫ হাজার টাকার বেগুন বিক্রি হতো বলেও জানান তিনি।