১১ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বজ্রপাত
মেহেরপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃত দুজন হলেন- দফরপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাফিজ (২৩) ও সোনাপুর গ্রামের আব্দুর রশিদ। আর আহত ব্যক্তির হলেন- সোনাপুর গ্রামের আব্দুল মান্নান। তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে মেহেরপুরের কিছু গ্রামে বৃষ্টি শুরু হয়। এ সময় দফরপুর গ্রামের রাফিজ তার পোষা কবুতরের খোঁজে বাড়ির পাশে মাঠে গেলে বজ্রপাতের তার মৃত্যু হয়।

অপরদিকে, একই উপজেলার সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন রশিদ ও মান্নান। এ সময় বজ্রপাতে রশিদের মৃত্যু হয় এবং আহত হন মান্নান। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মান্নান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram