মেহেরপুর প্রতিনিধি : দেশাত্ববোধক গানের তালে তালে মেহেরপুরের হরিরামপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীনের জমির পাকা ধান কেটে দিয়েছেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাপদাহের মধ্যেই দেড় বিঘা জমির ধান কেটে শেষ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা।
কৃষক জয়নাল আবেদীন জানান, অর্থিক সংকটের সাথে শ্রমিক সংকটের মধ্যে তিনি ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। খবর পেয়ে উৎসাহী হয়ে স্বেচ্ছাসেবক লীগ এসে ধান কেটে দিয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন জানান, যদি কোন কৃষক শ্রমিক কিম্বা আর্থিক সংকটে ধান কাটতে না পারে তাহলে কৃষকের সোনালী ধান কেটে দেবেন তারা।
ধান কাটার কাজে উপস্থিত ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ওয়াসিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাশেদুল হাসান আনন্দ, আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠ্য সম্পাদক মিজানুর রহমান আবু প্রমুখ।