মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে মেহেরপুর শহরের উপকণ্ঠে নতুন বাসটার্মিনালের পাশে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে সুরক্ষা সেবা বিভাগের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও সহকারী হিসাব রক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর—২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক ও (যুগ্মসচিব) মো. ছারোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক শামীম হোসেন, পুলিশ সুপার রাফিউল আলম প্রমুখ।
৪ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ৩ তলাবিশিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনে রোববার থেকেই কার্যক্রম শুরু হয়েছে।