মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ১১ বছরের অপহৃত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার মিনাপাড়া-মানিকদিয়া মাঠের একটি পাটক্ষেত থেকে আবির হোসেন নামের ওই শিশুটির লাশ উদ্ধার করা হয় বলে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান।
আবির গাংনী মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আসাদুল হকের ছেলে ছিল।
শিশুটির মামা আব্দুল্লাহ আল মামুন রিপন বলেন, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহু নবীর ছেলে হামিম ও মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদ শনিবার বিকালে আবিরকে ডেকে নিয়ে যায়।
“সন্ধ্যায় আবিরের কাছে থাকা মায়ের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা আবিরের বাবা মালয়েশিয়া প্রবাসী আসাদুল হককে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে হত্যার হুমকি দেয় তারা।“
পরে আসাদুল হক বিষয়টি রাত্রে তার পরিবারের সদস্যদের জানালে তারা আবরিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।
ওসি বলেন, এক পর্যায়ে গ্রামবাসীদের সহায়তায় অপহরণকারী হামিম ও মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে পুলিশ আবিরের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অপহরণ ও হত্যার অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।