ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে চিলিকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে দুটি শট লক্ষ্যভ্রষ্ট হয় আর্জেন্টিনার। বিরতি থেকে ফিরে গোলের দেখা পায় তারা। ৪৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোলমুখ খোলেন। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে জাল কাঁপান জুলিয়ান আলভারেজ। ইনজুরি টাইমে পাওলো দিবালা করেন তৃতীয় গোল। সাত ম্যাচে ষষ্ঠ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার প্রথম সুযোগ নষ্ট হয় তৃতীয় মিনিটে। বক্সের সেন্টার থেকে নেওয়া আলভারেজের ডানপায়ের শট অনেক উঁচু দিয়ে যায়। ১১তম মিনিটে আবারও একইভাবে গোল করতে ব্যর্থ হন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার।
সাত মিনিট পর রদ্রিগো ডি পলের ব্যাকপাস থেকে লাউতারো মার্টিনেজের শট গোলকিপার গ্যাব্রিয়েল আরিয়াস নিচু হয়ে রুখে দেন। ৩৪তম মিনিটে ডি পলের ক্রস গোলমুখের সামনে থাকা লাউতারোর কাছে পৌঁছানোর আগেই পাঞ্চ করে প্রতিহত করেন চিলি কিপার।
বিরতি থেকে ফিরে চিলিকে হতাশ করে গোলবার। মাতিয়াস কাতালানের লাফিয়ে নেওয়া হেড দূরের পোস্টে আঘাত করে।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ডি পলের বাড়ানো পাস ধরে আলভারেজ বক্সের সেন্টারে বল দেন। ম্যাক অ্যালিস্টার ডান পায়ের শটে জাল কাঁপান। ৬৯ মিনিটে তার দ্বিতীয় গোলের চেষ্টা রুখে দেন আরিয়াস।
৮৪ মিনিটে জিওভানি রু সেলসোর ছোট পাস ধরে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান আলভারেজ। ৭৯ মিনিটে লাউতারোর বদলি নামা দিবালাও জাল খুঁজে পান শেষ দিকে। ৯১তম মিনিটে আলেহান্দ্রো গারনাচোর পাস ধরে বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।