সমাজের কথা ডেস্ক : আধুনিক নগর যোগাযোগ ব্যবস্থায় এবার যোগ হচ্ছে মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন। তবে যাত্রীরা চড়তে পারবেন পরদিন থেকে সাধারণ । আপাতত উত্তরা থেকে মেট্রো চলবে আগারগাঁও পর্যন্ত। এখন রাজধানীবাসীসহ দেশের মানুষ অপেক্ষা করছেন মেট্রোরেল (এমআরটি লাইন ৬) উদ্বোধনের অপেড়্গায়। কাল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম অংশ চালু হলে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় অংশ চালু হবে ২০২৩ সালের শেষ দিকে। অপরদিকে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সালের মধ্যে।
সড়কমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছেন, ঢাকায় ২০৩০ সালে তৈরি করা হবে ছয়টি এমআরটি লাইন ।