২৭শে জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
লাক্সতারকা মিম মানতাশা
মেগাস্টার না হলেও মানুষ হিসেবে আমি সফল

বিনোদন ডেস্ক : ব্যস্ততার তুঙ্গে থাকা অবস্থাতে বিয়ে করে খানিক বিরতি নিয়েছিলেন। এরপর আবার কাজে নিয়মিত হয়েছেন। তবে কাজ করেন হাতে গুনে। অনেক সংখ্যক কাজে দেখা মেলে না তার। তবে এখন থেকে কাজের সংখ্যা বাড়াবেন বলে জানালেন লাক্সতারকা মিম মানতাশা। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার ওয়েব সিরিজ ‘বাজি’, যেখানে তাকে দেখা যাবে তাহসান খানের স্ত্রী চরিত্রে। সিরিজটিতে শীলা চরিত্রে অভিনয় করেছেন তিনি, যিনি একজন সুপারস্টার ক্রিকেটারের স্ত্রী।

কাজটি প্রসঙ্গে দেশ রূপান্তরকে মিম মানতাশা বলেন, ‘সিরিজটি নির্মিত হয়েছে একজন ক্রিকেটারের জীবনকে ঘিরে। একজন সুপারস্টারের ব্যক্তিগত জীবনে কী ঘটে, সেসবই এখানে দেখানো হবে। আমাকে দেখা যাবে সুপারস্টারের স্ত্রী চরিত্রে। এখানে গল্পটাও সুন্দর, আমার চরিত্রটারও যথেষ্ট গুরুত্ব আছে। সেজন্যই কাজটি করা।’

কাজটির অভিজ্ঞতা জানাতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ‘তাহসান ভাইয়ার সঙ্গে এর আগেও আমার কাজ করা হয়েছে।২০১৯ সালে একটি ওটিটিতে কাজ করেছিলাম, এরপর আবারও উনার সঙ্গেই ওটিটিতে ফেরা। এই চরিত্রটার জন্য আমাকে বেশ অনেক কিছু জানতে হয়েছে, অনেকের জীবনযাপন সম্পর্কে খোঁজ নিতে হয়েছে, তারা কীভাবে তাদের লাইফ লিড করে কিংবা কোনো একটা অঘটন ঘটলে সেটা কীভাবে ডিল করে। এরকম অনেক কিছুই আমাকে বুঝতে হয়েছে। পরিচালক আমাকে বেশ সহযোগিতা করেছেন, তিনি আমার ওপের বিশ্বাস রেখেছেন যে এই চরিত্রটা আমি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং যতটুকু করেছি সেটাতে আমি তৃপ্ত। আশা করি কাজটি সবার কাছেই ভালো লাগবে।’

অভিনয়ে কম দেখা যায় কেন, এমন প্রশ্নে মানতাশার জবাব, ‘মাঝে অভিনয়ের একটা বিরতি ছিল আমার এরপর আবার কামব্যাক করেছি। এতদিন পড়াশোনারও একটা চাপ ছিল। তবে সেসব কাটিয়ে এখন আবারও একদম নিয়মিত হওয়ার চেষ্টা করছি। এখন আমি আমার জীবন গুছিয়ে নিয়েছি তাই এদিকটাতে একটু বেশি সময় দিতে পারব।’

আপনার পরে এসে অনেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কখনো কী মনে হয় যে, আপনি অনেক পিছিয়ে গিয়েছেন কিংবা নিজেকে আলোচনায় রাখা উচিত, এমন প্রশ্নে লাক্সতারকার স্পষ্ট উত্তর, ‘মানুষের আলোচনাটা আমার কাছে একদমই ইফেক্ট করে না। আলোচনায় থাকতে চাইলে তো অনেকভাবেই থাকা যায় কিন্তু আমার সেসব ইচ্ছে নেই। কেউ হয়তো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় কেউ বা ভাইরাল হওয়ার জন্য নানাবিধ কাজ করছেন যেগুলো রুচিশীল না। আমি নিজে যে কাজগুলো দেখতে পছন্দ করি ঠিক সেরকম কাজই করি। অনেক ভক্ত লাগবে কিংবা ভাইরাল হতে হবে, এমন চাওয়া আমার কখনোই ছিল না। আমার চাওয়া ছিল, রুচিশীল কাজ করা।

আমি নিজেকে কখনোই কারও সঙ্গে তুলনা করি না। এটা করলে হয়তো বাঁচতেই পারতাম না। তুলনা করে কখনোই হ্যাপি থাকা যায় না। আমার মোটিভই হচ্ছে নিজে হ্যাপি থাকা। আজকের এই দিনটা পর্যন্ত আমি নিজেকে কতটা হ্যাপি রাখতে পেরেছি, আমার পরিবারকে কতটা হ্যাপি রাখতে পেরেছি এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। জীবনে হয়তো অনেক সফল কিংবা অনেক বড় মেগাস্টার নাও হতে পারি কিন্তু একজন মানুষ হিসেবে নিজেকে আমি সফল মনে করি। ভবিষ্যতে কী হবে জানি না, তবে এখন পর্যন্ত আমি হ্যাপি। অনেকে হয়তো জীবনে সফল কিন্তু তাদের জীবনটা গোছানো না। অনেকে হয়তো সেটাই চায় কিন্তু আমি দুটোই চাই, শান্তিও চাই, কাজও চাই।

হ্যাঁ, এটা ঠিক আমার পরে এসে অনেকেই আলোচনায় এসেছেন। কিন্তু এই ছয় বছরে আমি যা করেছি তা অনেকেই করতে পারেননি। মডেল বা অভিনেত্রী বাইরেও আমি একজন চিত্রশিল্পী। দূর থেকে অনেকের কাছে হয়তো অর্জনটা কম মনে হবে কিন্তু আমার কাছে এই অর্জনটা অনেক বড়। আমাকে নিয়ে আমি তৃপ্ত।’

সবশেষ সিনেমার প্রসঙ্গে এই লাক্সতারকা বলেন, ‘সিনেমার প্রস্তাব যে পাই না, তা না। যে কয়েকটা প্রস্তাব পেয়েছি সেগুলোর জন্য আমি প্রস্তুত ছিলাম না। কিন্তু এখন আমি সব দিক দিয়েই একদম প্রস্তুত। সেটা যে কোনো প্ল্যাটফর্মের কাজই হোক না কেন। এখন সিনেমা করতে চাই। প্রথম সিনেমাটা এমন পরিচালকের সঙ্গে কাজ করতে চাই যে আমাকে সুন্দরভাবে উপস্থাপন করবে বড় পর্দায়।’

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram