১৪ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
মুখ খুললেন কবীর সুমন
127 বার পঠিত

সমাজের কথা ডেস্ক : কবীর সুমনের বিরুদ্ধে গান চুরির অভিযোগ, জবাবে যা বললেন শিল্পী। সম্প্রতি নিজের ৭৫তম জন্মদিন গানে গানে উদযাপন করলেন কবীর সুমন। সেখান থেকেই ফিরে এসেছে পুরনো বিতর্ক।

অনেকেরই দাবি, বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গান থেকে ‘তোমাকে চাই’ গানটি অনুকরণ করেছিলেন কবীর, যে গান বদলে দিয়েছিল বাংলা গানের ধারা। ফের সেই পুরনো বিতর্কই শোরগোল ফেলেছে। এবার সেই বিতর্কে ইতি টানতে খানিক বিরক্ত হয়েই বব ডিলানের গানটি পোস্ট করলেন সঙ্গীত শিল্পী।

বব ডিলানের ‘আই ওয়ান্ট ইউ’ গানটি লিরিক্সসহ শেয়ার করেন কবীর। পাশাপাশি তিনি লেখেন, যে বঙ্গভাষী বঙ্গজরা আগেও বলেছেন, এখন আবার বলতে শুরু করেছেন যে তোমাকে চাই গানটি আমি নাকি বব ডিলানের আই ওয়ান্ট ইউ গানটি থেকে চুরি করেছি, তাদের ও তাদের অনুগামীদের অবগতির জন্য লিরিক্স সমেত গানটি শেয়ার করলাম। কথা, সুর, তাল, ছন্দ গায়কি কোন দিক দিয়ে ডিলান সাহেবের আই ওয়ান্ট ইউ আর আমার তোমাকে চাই এর মধ্যে, কে কে কোথায় কোথায় এমন মিল পাচ্ছেন যে চুরি বলা যায়?

তিনি আরও লেখেন, পড়াশোনার বদঅভ্যাস থাকলে বরং কবি অরুণকুমার সরকারের লেখা তোমাকে চাই আমি তোমাকে চাই (বৈশাখি) কবিতাটির কথা বলতে পারতেন— তোমাকে চাই কথাটির জন্য। ৭৫ হয়ে গেল। এখনও দেখে, শুনে, পড়ে যাচ্ছি।

নিজস্ব ভঙ্গিতে নিজের বিরক্তির কথা জানিয়ে তিনি লেখেন, একদিন দলবেঁধে আসুন না আমাদের বাসায়। জানিয়ে আসবেন। গানবাজনা, কবিতা, লিরিক, সুর, তাল, ছন্দ নিয়ে কথা বলা যাবে। আর ব্যক্তিগত জীবনে আমি কেমন, কতটা খারাপ তাও বুঝে নিতে পারবেন আমার সঙ্গে দিন দুই কাটিয়ে। মনে ভয় থাকলে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, মেজো মেসো, শিবুদাদা যে কাউকে সঙ্গে আনতে পারেন। ভিডিও—অডিও সব করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram