সমাজের কথা ডেস্ক : সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোল এবার বিশ্বকাপে কাতারের স্টেডিয়ামে ও স্টেডিয়ামের বাইরে শুরু থেকেই দ্যুতি ছড়াচ্ছেন। ক্রোয়েশিয়ান এই সুন্দরীকেএই বিশ্বকাপে সবচেয়ে সেক্সি ফ্যান হিসেবে আখ্যায়িত করা হচ্ছে ।
আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের ক্রোয়েশিয়া থেকে ৯ ধাপ এগিয়ে থাকলে নোল মনে করছেন, ক্রোয়েশিয়া মেসিদের উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছাবে। সে ক্ষেত্রে লাতিন আমেরিকার দলটি দুই গোল হজম করতে যাচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে নোল, লাল-সাদা চেকের ক্রপ টপে ঝুঁকে পড়া ছবি দিয়ে দিয়ে লিখেছেন, ‘আমাকে শুনতে দাও আর্জেন্টিনার জালে আগামীকাল (মঙ্গলবার) কত গোল ঢুকবে? এটি অনুমান করে নিন।’
ওই পোস্টে নোলের প্রশংসা করে অনেকেই কমেন্ট করেছেন এই। ক্লোয়ি টেরে নামে একজন লিখেছেন, ‘আমার মনে হচ্ছে তুমি তো আর্জেন্টিনার বেঞ্চ জ্বালিয়ে ছারখার করে দেবে।’
অবশ্য আর্জেন্টিনা সমর্থকরাও ছেড়ে কথা বলেন নি। তারা একযোগে ঝাঁপিয়ে পড়ে পাল্টা আক্রমন করেছেন । তাদের দাবি, রাতের ম্যাচ শেষেই নোলকে তল্পিতল্পা গুটিয়ে বাড়ির পথ ধরতে হবে ।
এক আর্জেন্টিনা সমর্থক লিখেছেন, ‘টিস্যু রেডি রেখো, কারণ আগামীকাল ক্রোয়েশিয়ানদের অশ্রু ঝরবে।
আরেক আর্জেন্টিনা ভক্ত লিখেছেন, ‘আপনার শিগগিরই বাড়ি যাওয়ার সময় এসেছে, আশা করছি তল্পিতল্পা গুছিয়ে রেখেছেন।’