নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার যশোর জেলা চেয়ারম্যান ও সদর উপজেলার ভাইসচেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলির বাড়িতে হামলা ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর পৌর আওয়ামী লীগ। যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে তারা জানান, কতিপয় দুষ্কৃতকারিরা ইটপাটকেল নিক্ষেপ করে ভীতি প্রদর্শন করার চেষ্টা করে। এহেন কাপুরুষোচিত ও আইন শৃঙ্খলা পরিপন্থি কাজের সাথে জড়িতদেরকে হুশিয়ার করে দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।