সমাজের কথা ডেস্ক : মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল বুথিডং থেকে শতাধিক মুসলিম তরুণকে ধরে নিয়ে গেছে দেশটির সামরিক জান্তা বাহিনী। জোরপূর্বক সেনাবাহিনীতে যুক্ত করার জন্যই তাদের তুলে নেয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাখাইন—ভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ।
প্রতিবেদনে বলা হয়, ধরে নিয়ে যাওয়া তরুণের মধ্যে পা জুন চাউং গ্রামের ১৩ জন, তাত মা চাউং গ্রামের ৫৫ জন, এনগা কিয়িং তাউক গ্রামের ৩৩ জন এবং কিউক ফিউ তাউং গ্রামের ১০ জন রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি গ্রামটিতে প্রবেশ করে ওই তরুণদের ধরে নিয়ে যায় জান্তা বাহিনী।
স্থানীয় এক বাসিন্দা নারিনজারা নিউজকে বলেছেন, সেনারা গ্রামে এসে তাদের আটক করে। আটকদের বেশিরভাগই তরুণ। তাদের ৫৩৫তম এবং ৩৫৩তম ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়। সেনারা আরো গ্রামবাসীকে ধরে নেয়ার হুমকি দিয়ে গেছে। এতে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি নারিনজারা নিউজকে বলেছেন, আরো মানুষকে আটকের হুমকি দেয়ায় গ্রামের তরুণরা পালিয়ে যাচ্ছে।
এর আগে নারিনজারা’র আরেক প্রতিবেদনে বলা হয়, রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) কাছে পরাস্ত হয়ে এবার ওই অঞ্চলের মুসলিমদের হাতে অস্ত্র তুলে দিতে চায় মিয়ানমার জান্তা।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত ওই খবরে বলা হয়, রাখাইনের বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মংডুর মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের জান্তা বাহিনীর কমান্ডাররা।
বৈঠকে সেনা কমান্ডাররা মুসলিম নেতাদের প্রস্তাব দিয়েছেন, যদি তারা জান্তা বাহিনীর হয়ে কাজ করেন; তাহলে তাদের হাতে অস্ত্র তুলে দেয়া হবে।
এতে আরো বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি মংডুর ময়ো থু গি গ্রামের ৫নং বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নে বৈঠকটি হয়। এতে উপস্থিত ছিলেন জান্তার ডিভিশন কমান্ডার থুরেন তুন এবং বিভাগীয় প্রশাসক নায়ো ও। তাদের আয়োজিত এ বৈঠকে স্থানীয় মুসলিম নেতাদের আমন্ত্রণ জানানো হয়। তবে বেশিরভাগ নেতা এতে দ্বিমত পোষণ করেছেন।
এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তিন বছরের মাথায় সম্প্রতি দেশটির জান্তা সরকার ইতিহাসের সবচেয়ে বড় সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। তিন বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের যোদ্ধাদের তীব্র আক্রমণে দিশেহারা জান্তা বাহিনী। বিদ্রোহী জোটের অন্যতম সদস্য আরাকান আর্মি; যারা রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে।
রাখাইনে সম্প্রতি আরাকান আর্মির কাছে বিপর্যয়কর পরাজয়ের শিকার হয়েছে জান্তা সেনারা। বিষয়টি সহজে মেনে নিতে পারছে না জান্তা কর্তৃপক্ষ। আর সে কারণেই তারা জাতিগত রোহিঙ্গাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।