আবু উমামাহ হারিসি রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘যে ব্যক্তি স্বীয় মিথ্যা কসমের মাধ্যমে মুসলিমের প্রাপ্য অধিকার আত্মসাৎ করবে আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেবেন। আর তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন।’ কোনো এক ব্যক্তি তাকে বলল, হে রাসূলুল্লাহ সা: যদি (জুুলুম করে আত্মসাৎ করার) বস্তুটি তুচ্ছ হয়? উত্তরে তিনি বললেন, ‘যদিও বাবলাগাছের একটি শাখা হয়।’
-মুসলিম-১৩৭, নাসায়ি-৫৪১৯, আবু দাউদ-২৩২৪, বুলুগুল মারাম-১৪১০