কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোর—৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচারণা চালাচ্ছে উপজেলা যুবলীগ। বুধবার কেশবপুর পৌর শহরে মিছিল করেছে যুবলীগের নেতাকর্মিরা।
মিছিলে পৌরসভার ৯ টি ওয়ার্ডছাড়াও ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগ, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগ, মজিদপুর ইউনিয়ন যুবলীগ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগ, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগ, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগ, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগ, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগ, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগ, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ ও হাসানপুর ইউনিয়ন যুবলীগ নেতৃবৃন্দ ও কর্মি সমর্থকরা অংশ নেন।
কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হওয়া মিছিলটি নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ প্রার্থী এমপি শাহীন চাকলাদার। যুবলীগ কর্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব যুবলীগকে নিতে হবে। যুবলীগকর্মিদের এ মিছিল ভোটারদের অনুপ্রাণিত করবে।
মিছিলেন অন্যান্যের মধ্যে অংশ নেন নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাস্টার, সহ সদস্য সচিব অ্যাডভোকেট মিলন কুমার মিত্র, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য মশিয়ার রহমান সাগর, সদস্য রেজাউল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি অ্যাড রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ সৈয়দ নাহিদ হাসান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক সাহা প্রমুখ।
বিকেল ৫ টায় পাবলিক ময়দান থেকে নৌকা প্রতীকের বিশাল প্রচার মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়।
উপজেলা যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আবু সাঈদ লাভলুর সভাপতিত্বে ও গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তীর সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, পৌর যুবলীগনেতা লিটন গাজী, সুমন সাহা, মাহাবুর রহমান, ফারুক হোসেন, জামাল উদ্দীন, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ অহেদুজ্জামান মিন্টু, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর, মজিদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনোজ তরফদার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তোহিদুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হুসাইন, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, সাতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম—আহ্বায়ক আমজাদ হোসেন, যুগ্ম—আহ্বায়ক হারুনুর রশীদ লিটন, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক এস এম মাহাবুর রহমান, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আনোয়ারুল ইসলাম রাজু, যুগ্ম—আহ্বায়ক জুয়েল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক ফারুক হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক আল হেলাল সরদার, যুবলীগনেতা খালিদ হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক মেহেদী হাসান শিমুল, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক টিটো, বাবু, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম—আহ্বায়ক রেজোয়ান হোসেন লিটন, যুগ্ম—আহ্বায়ক ফিরোজ আহম্মেদ প্রমুখ।