নিজস্ব প্রতিবেদক : মিউনিসিপ্যাল প্রিপারেটরী উচ্চ বিদ্যালয়, যশোরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর শিড়্গা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব, জেলা শিক্ষা অফিসার একে এম গোলাম আযম, যশোর পৌর সভার মেয়র হায়দার গণি খান পলাশ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, পৌর কাউন্সিল রাজিবুল আলম প্রমুখ। এবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪২ টি ইভেন্টে সাড়ে চার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।