নিজস্ব প্রতিবেদক : যশোর সদরের দোগাছিয়া গ্রামের আকলিমা বেগম হত্যা মামলায় মেয়ে রুমা খাতুনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকতা এসআই এসআই সেলিম হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, রুমা খাতুনকে পারিবারিক ভাবে বেশ কয়েক জনের সাথে বিয়ে দেয়া হয়েছিল। সংসারে বনিবনা না হওয়ায় এক পক্ষের একটি মেয়ে নিয়ে পিতার বাড়িতে থাকত রুমা। সর্বশেষ রুমাকে খামার যশোর সদরের বাগডাঙ্গা গ্রামের বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে রুমা পিতার বাড়িতে বসবাস করত। এ পক্ষে তার একটি পুত্র সন্তান আছে। পারিবারিক বিষয় নিয়ে প্রায় তার মা আকলিমার সাথে ঝগড়া হত। পরে পারিবারিক ভাবে তা মীমাংসা করে দেয়া হত।
২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরে মা আকলিমার সাথে ঝগড়ার এক পর্যায়ে রুমা ইট ছুড়ে মারলে আকলিমার ঘাড়ে লেগে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আকলিমা বেগমকে হত্যার অভিযোগে স্বামী শাহাজাহান আলী বাদী হয়ে মেয়ে রুমা খাতুনকে আসামি করে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে দোগাছিয়া বাজার একলার এক আত্মীয় বাড়ি থেকে আটক করে আদালতে সোপর্দ করে।
রুমা মাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় আসামি রুমা খাতুনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত রুমা খাতুনকে আটক দেখানো হয়েছে।