চলতি মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে যশোরের চৌগাছা এবং নড়াইলের কালিয়ায় মতবিনিময় সভা হয়। ডেস্ক রিপোর্ট—
নিজস্ব প্রতিবেদক, চৌগাছা (যশোর) জানান, যশোরের চৌগাছার পৌরসভার বড় মাছ বাজারে মা ইলিশ সংরক্ষণে মৎস্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বুধবার দুপুরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ জানান, ১২ অক্টোবর হতে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজার জাতকরণ, ক্রয়—বিক্রয়, বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। এই আইন অমান্যকারীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাণ্ড অথবা ৫০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড প্রদান করা হবে।
সভায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিজানুর রহমান, মৎস্য ব্যাবসায়ী ইয়ামানুর রহমান টিটো, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, ওহিদুল ইসলাম।
কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
মাঠ সহায়ক কর্মী আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতা সভায় বক্তব্য দেন জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান রোজি হকসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।