সমাজের কথা ডেস্ক : বছর দুয়েক আগের কথা। সেসময় অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমণিকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার নাম ছিল ‘অন্তরালে’। কিন্তু সেটি আর সম্ভব হয়নি। হয়েছে ‘প্রহেলিকা’ নামের সিনেমা। যেখানে জুটি বাঁধেন মাহফুজ ও শবনম বুবলী।
অবশেষে মাহফুজ—পরীকে নিয়ে শুটিংয়ে নামতে যাচ্ছেন চয়নিকা। এবারের প্রজেক্টও ওয়েব ফিল্ম। আপাতত নাম ‘চন্দ্রস্নানে এসো’।
চয়নিকা বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। তারা গল্পটি খুব পছন্দ করেছেন। তারা উভয়েই সানন্দে রাজি হয়ে গেছেন। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
চয়নিকা জানান, চলতি বছরই সিনেমার কাজ শেষ করতে চান তিনি। কারণ নতুন বছরে তিনি নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমায় হাত দেবেন।