সমাজের কথা ডেস্ক : মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের দেশটি ছাড়তে হবে। এমনই বার্তা দিয়েছেন মালদ্বীপের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। তিনি বলেছেন, মালদ্বীপ পুরোপুরি স্বাধীন হতে চায় এবং দেশটিতে থাকা ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তে বলবে। ২৭ অক্টোবর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মুইজ্জু বলেছেন, ইতিমধ্যে তিনি ভারতীয় সরকারের সঙ্গে কথা বলেছেন এবং এসব আলোচনা অনেক সফল হয়েছে। এর আগে বিবিসিকে মুইজ্জু বলেন, মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক বাহিনী অবস্থান করুক, আমরা সেটা চাই না। মালদ্বীপের জনগণকে আমি এই প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই আমি সেটি পালন করব।
গত মাসে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করা ডক্টর মোহামেদ মুইজ্জু মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের চলে যেতে বলার ক্ষেত্রে মোটেও সময় নষ্ট করতে রাজি নন। আগামী নভেম্বর মাসের শেষের দিকে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার কথা রয়েছে মুইজ্জুর।
ব্লুমবার্গকে চীনপন্থি মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এমন একটি দ্বিপাক্ষিক সম্পর্ক চাই যা পারস্পরিকভাবে লাভবান হবে। তবে ভারতীয় সেনা পত্যাহারের জায়গায় অন্য কোনো দেশের সেনা মোতায়েন করা হবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
এ নিয়ে মুইজ্জু বলেছেন, আমি এখানে চীন বা যেকোনো দেশকে সেনা মোতায়েন করতে দেব না। মালদ্বীপ দীর্ঘদিন ধরেই ভারতীয় বলয়ে। কিন্তু মুইজ্জুর এ দাবির ফলে দিল্লি ও মালের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে মুইজ্জুর বিজয়ী হওয়াকে ভারতের জন্য একটি ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। কারণ ২০১৮ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই মালদ্বীপের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ যিনি নির্বাচনে মুইজ্জুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, ভারতের সঙ্গে দেশটির ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন।