১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
মার্চের ঐতিহাসিক দিবস উদযাপনে প্রস্তুতি সভা
মার্চের ঐতিহাসিক দিবস উদযাপনে প্রস্তুতি সভা
162 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মাস মার্চের বিভিন্ন ঐতিহাসিক দিবস উদযাপন উপলড়্গে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কালেক্টরেট ভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দিবসগুলোর মধ্যে রয়েছে, ঐতিহাসিক ৭ই মার্চ, ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস।


সভায় সভাপতির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, দিবসগুলোর তাৎপর্য তুলে ধরে শিড়্গা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে। এজন্য শিড়্গা অফিসার গোলাম আযমকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।


তিনি আরো বলেন, ৭ই মার্চ সকাল ৮টায় বঙ্গবন্ধুর মুর‍্যালে পুষ্পার্ঘ্য অর্পণ, শিড়্গা প্রতিষ্ঠানে এই দিনটির তাৎপর্য তুলে ধরে আলোচনার আয়োজন করবে শিড়্গা অফিস। শিল্পকলা একাডেমিতে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

১৭ মার্চ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, এরপর আলোচনা সভা, দুপুরে হাসপাতাল, শিশু পরিবার, কেন্দ্রীয় কারাগারে উন্নত খাবার পরিবেশন, বাদ জোহর মসজিদে দোয়া, মন্দির, গীর্জাসহ বিভিন্ন উপসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।


২৫ মার্চ গণহত্যা দিবসে ইফতারের পর মোমবাতি প্রজ্বালন, টাউন হল মাঠ থেকে আলোর মিছিল করার সিদ্ধাšত্ম নেয়া হয়েছে। তবে জাতীয় সিদ্ধাšেত্মর আলোকে বস্ন্যাক আউট নিয়ে সিদ্ধাšত্ম নেয়া হবে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বিজয়¯ত্মম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ৮টা ১৫ মিনিটে কুচকাওয়াজ, স্টেডিয়ামে ডিসপেস্ন প্রদর্শণ, ১১টায় টাউনহল মাঠের মুক্তিযুদ্ধ মঞ্চে আলোচনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে। দুপুরে হাসপাতাল, শিশু পরিবার, কেন্দ্রীয় কারাগারে উন্নত খাবার পরিবেশন।


অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর বলেছেন, এদিবসগুলোতে পুলিশ যথাযথ ভাবে দায়িত্ব পালন করবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরণের নাশকতা, চক্রাšেত্মর ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।


আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিড়্গা ও আইসিটি) খালেদা খানম রেখা, প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, জেলা শিড়্গা অফিসার একেএম গোলাম আযম, মুক্তিযোদ্ধা আলি হোসেন মনি, আফজাল হোসেন দোদুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারম্নন অর রশীদ, যশোর ইন্সটিটিউটের সদস্য আজহার হোসেন স্বপন প্রমুখ। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email[email protected]
পুরাতন খবর
FriSatSunMonTueWedThu
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram