মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার বসতঘরের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে টানা দেড়মাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনার শিকার মো. আলম শাহ্ ফকির গতকাল অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেতে ও বিচারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
জানা গেছে, আলম শাহ্ ফকির ২৫ বছর আগে ফকিরবাড়ি স্কুল সংলগ্ন রাস্তার পাশে জমি কিনে গাছপালা রোপণ করেন এবং পাকা ভবন তুলে বসবাস করতে থাকেন। দেড়মাস আগে প্রতিবেশী জুলফিক্কার গাজী লোকজন নিয়ে আলম শাহ ফকিরের ভবনের সামনে বাঁশ, খুঁটি পুঁতে কাঁটাতার জড়িয়ে বেড়া দিয়ে শাহ আলমের গাছপালা ও পাকা রাস্তাসহ জমি দখল করে নেয়। এতে ওই পরিবারটির রাস্তায় বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জুলফিক্কার গাজী বলেন, আলম শাহ্ ফকিরের বাড়ির মধ্যে জমি পাব, তাই দখল করেছি।
ঘটনা সম্পর্কে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, আলম শাহ্ ফকিরে অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে তলব করা হয়েছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।