নিজস্ব প্রতিবেদক : যশোরে পূর্ব শত্রুতার জের ধরে ইয়ামিন মন্ডল (২৩) নামে এক যুবককে মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন যশোর শহরের খয়েরতলা পালবাড়ি এলাকার কামরুজ্জামান লাল্টু ফকিরের স্ত্রী পলি বেগম।
মামলায় আসামিরা হলো, শহরের আরবপুরের মৃত ইসহাক গাজীর ছেলে সোহরাব হোসেন, একই এলাকার সোহরাব হোসেনের ছেলে জাকারিয়া ও তরিকুল ইসলাম, মৃত মনুর ছেলে মামুন ও কদর মৃত মুলা মোল্লার ছেলে রবি ও ইউনুছ। এ ঘটনায় পুলিশ সোহরাব হোসেন ও তার ছেলে জাকারিয়াকে আটক করেছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, আসামিরা চাঁদাবাজ, সন্ত্রাসী প্রকৃতির লোক। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাদীর ছেলে ইয়ামিন মন্ডল বাড়ি ফেরার সময় নতুন খয়েরতলা বাদির চাচা শ^শুর তৌহিদ মন্ডলের পুকুর পাড়ে পেঁৗছালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা তার ছেলের গতিরোধ করে। এরপর পিলারের সাথে তার দুই হাত, দুই পা রশি দিয়ে বেঁধে রাখে। পরে মামুনের নির্দেশে আসামিরা লোহার রড, লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় চিৎকার দিলে আশেপাশের লোজকন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তার ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ সোহরাব ও তার ছেলে জাকারিয়াকে আটক করেছে।