নিজস্ব প্রতিবেদক : যশোরে মা দিবস উপলক্ষে মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোর শেকড়’র আয়োজনে যশোর শিল্পকলা একাডেমিতে মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রিশন করে ১২০ জন।
এদিকে আজ বিকেল ৪ টায় চারুপীঠ প্রাঙ্গনে শিশু থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা (তোমার ভাবনায় মা) চিত্রাঙ্কন প্রযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এ প্রতিযোগিত বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে টাউন হল মাঠে ১৪ মে বিকেল ৪ টায়।
মায়ের কাছে চিঠি লিখেছেন পরম মল্লিক অরিথ। সে ৩য় শ্রেণির ছাত্র। পরম বাবা-মা ২ জনকে একই রকম ভালোবাসে। কিন্তু চিঠি লিখেছে মাকে। পরম’র মা যখন চাকরির জন্য কুষ্টিয়ায় চলে যায় তখন পরম মা ছাড়া বড় একা হয়ে যায়। তখন সে মায়ের সাথে খেলতেও পারে না। সে চিঠিতে জানায়, মা যেন আর কোন দিন তাকে একা ফেলে না চলে যায়।
মায়ের কাছে চিঠি লিখেছে ইলমা রহমান আরথি। সে সেক্রেট হার্ট স্কুলে ৩য় শ্রেণিতে পড়ে। মায়ের কাছে চিঠি লিখেছে জুনাইরা আকতার। সে কালেক্টরেট স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী। তার বাবা চাকরি করেন। যে কারণে সময় দিতে পারেন না। জুনাইরার বেশির ভাগ সময় মায়ের সাথেই কাটে। যে কারণে মায়ের কথা বেশি মনে পড়ে জুনাইরার। যার কারণে মায়ের কাছে চিঠি লিখে শেষ করতে পারছে না জুনাইরা।
শেকড় যশোরের সাধারণ সম্পাদক রওশন আরা রাশু বলেন, মা দিবস উপলক্ষে প্রতি বছরই এ অনুষ্ঠান করা হয়। গত ২ বছর করোনার কারণে অনুষ্ঠান করতে পারিনি। প্রতি বছর রতœগর্ভা ৫ জন মাকে সম্মাননা দেওয়া হয়। এ বছরও দেওয়া হবে। এ দিবসে আমরা মায়ের সম্মানে বিভিন্ন সাংস্কৃতি অনুষ্ঠান করে থাকি।