ইবনু ’আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে, এক মহিলা হজের মানত করেছিল। কিন্তু সে মারা গেলো। তখন তার ভাই রাসূলুল্লাহ সা:-এর কাছে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করল।
<<আরও পড়তে পারেন>> সৎ সান্নিধ্যে অফুরাণ কল্যাণ
তখন রাসূলুল্লাহ সা: বললেন : ‘তার ওপর কোনো ঋণ থাকলে তবে কি তুমি তা আদায় করতে না? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেন ন: ‘কাজেই আল্লাহর হককে আদায় করে দাও। কেননা, আল্লাহর হক আদায় করা আরো বড় কর্তব্য।’
(সুনান আদ-দারেমী: ২৩৭১);