নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের রেলগেট এলাকায় ‘মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত রুস্তম আলী হত্যাকাণ্ডের’ বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। রোববার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৭ জুলাই সন্ধ্যায় মারপিটের শিকার হয়ে রেলগেট এলাকার বাসিন্দা রুস্তম আলীর মৃত্যু হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, রুস্তম আলীর স্ত্রী শিলা বেগম, ছেলে সজিব মোল্লা, এলাকাবাসীর পক্ষে তোফাজ্জেল হোসেন মানিক, আবুল বাশার, আব্দুর রাজ্জাক প্রমুখ।
নিহত রুস্তম আলীর স্ত্রী শিলা বেগম মানববন্ধনে বলেন, রেলগেট এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারিকে মাদক বিক্রিতে বাধা দেয় রুস্তম আলী। এতে ক্ষিপ্ত হয়ে গত ৭ জুলাই বিকেলে একই এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী আব্দুল করিমের দুই ছেলে সবুজ (৩৮) ও মিন্টু (৪০), আশরাফ কসাইয়ের স্ত্রী শিউলি (৩৫), সবুজ হোসেনের স্ত্রী স্মৃতি (২৭), শরিফুলের স্ত্রী বিথী (২৪), সজীবের স্ত্রী রাণী (২০) রুস্তম আলীকে মারপিট করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটি পক্ষ এটিকে ‘হৃদরোগে’ মৃত্যু বলে অপপ্রচার চালানোয় পুলিশ মামলা না নেয়ায় পরে আদালতে মামলা করেন শিলা বেগম।
শিলা বেগম অভিযোগ করেন, মামলার করার পর গত ১৮ আগস্ট রাত ১১টার দিকে আসামিরা তার বাড়িতে হামলা চালায়। আসামি সবুজ ও মিন্টু তাকে মারপিট, শ্লীলতাহানি করে শোকেসের ড্রয়ার থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরও অভিযোগ করেন, মাদক কারবারি শিউলি, স্মৃতি, বিথী ও রানী তার কানের দুল ও এক ভরি ওজনের গলার চেইন, মেয়ের কানের দুল ও গলার চেইনসহ মোট ২ লাখ টাকা মূল্যের স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযোগ দিতে বলে। এরপর থেকে হামলাকারীরা ফোন করে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। মামলা করলে রুস্তম আলীর মত পরিণতি ভোগ করতে হবে বলেও হুমকি দিচ্ছে তারা। এজন্য এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে ওই মাদক কারবারি সন্ত্রাসীর দ্রুত আটকের দাবি জানানো হয়েছে।