নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের পুরাতন কসবা গোলামপট্টির চিহ্নিত মাদক ব্যবসায়ী আরমান গাজী ওরফে শেখরকে এক হাজার পিস ইয়াবাসহ আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আটকের পর তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
শেখর ওই এলাকার মৃত রবিউল গাজীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকেল ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ—পরিদর্শক এসএম শাহিন পারভেজের নেতৃত্বে একটি টিম পুরাতন কসবা গোলামপট্টিতে অভিযান চালায়।
এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শেখরকে তার বাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।