নিজস্ব প্রতিবেদক : ইয়াবার মামলায় তোহিদুল ইসলাম আশিক নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।
সোমবার বিশেষ দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক মোহাম্মদ সামছুল হক এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আশিক শার্শার উত্তর বুরুজবাগান গ্রামের মনিরুজ্জামান মনুর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৯ অক্টোবর শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ বাজারের পাবলিক টয়লেট এলাকা থেকে সন্দেহজনকভাবে আশিকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে পকেট থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় এসআই সৈয়দ বখতিয়ার আলী বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন।
এ মামলার তদন্ত শেষে আশিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই সমীর কুমার হোড়।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি আশিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আশিক কারাগারে আটক আছে।