নিজস্ব প্রতিবেদক : চোরাচালান ও মালামাল উদ্ধার অভিযানে খ ও গ গ্রুপে ক্যাটাগরিতে দেশ সেরা হয়েছে যশোর জেলা পুলিশ। গত ৩ জানুয়ারি সকাল ১০টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৩ এ প্যারেডের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।
গতকাল শুক্রবার একই মাঠে শিল্ড প্যারেডে অস্ত্র ও মাদক চোরাচালান উদ্ধারে সাফল্য অর্জনকারী হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন বিজয়ীদের মাঝে এই পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে চোরাচালান পণ্য, মাদক ও অস্ত্র উদ্ধারে যশোর জেলা খ ও গ গ্রুপে দুটি ক্যাটাগরিতে দেশ সেরা হয়েছে। এসময় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার দুটি ক্যাটাগরির যশোরের পুরস্কার গ্রহণ করেন।