মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে আব্দুল ওয়াহাব মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৮ জানুয়ারি রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের ব্যঙ্গাড়ের দোপ এলাকার ফসলের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, ওয়াহাব মোল্যা দীর্ঘদিন শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার হঠাৎ বেশি অসুস্থ হলে সকাল আটটার দিকে মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভর্তি থাকাকালীন কাউকে না জানিয়ে শনিবার সকালে হাসপাতাল থেকে চলে যান।
পরে স্বজনরা অনেক খোজাখুঁজি করেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। রবিবার বিকালে কাশিপুর গ্রামের আকরাম মোল্যার ছেলে ইলয়াস মোল্যা ব্যঙ্গাড়ের মাঠে এক জোড়া স্যান্ডেল দেখতে পায় এবং স্যান্ডেল জোড়া তিনি কাশিপুর বাজারে নিয়ে আসেন।
স্থানীয় লোকজন যেখানে স্যান্ডেল ছিল সেখানে গিয়ে খোজাখুঁজির পরে ওয়াহাব মোল্যার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।