নওয়াব আলী, শালিখা : "যেখানেই ধানের গাছ সেখানেই গাছের ডাল "এ প্রতিপাদ্য নিয়ে মাগুরা ও শালিখায় একযোগে পার্চিং (গাছের ডাল) কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় তিনি বলেন, ধান ক্ষেতে গাছের ডালে পাখি বসে পোকামাকড় খাবে। তাতে ক্ষতিকর পোকামাকড় ফসলের ক্ষতি করতে পারবে না। এতে ফলন ভাল হবে। পাখির বিষ্টা থেকে তৈরি হবে জৈব সার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, মঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনা হেনা প্রমুখ।
সদর উপজেলার মঘী ইউনিয়ন বিলের মধ্যে শতশত কৃষক এ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।