মাগুরা প্রতিনিধি: মাগুরার কেচুয়াডুবি ধামে কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠান হয়েছে। কর্তাভজা সম্প্রদায়ের ৩০০ বছরের পুরাতন ঠাকুরের আনন্দ বৈঠক অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার এই অনুষ্ঠান শুরু হয়। চলবে আজ বুধবারও। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিমল কৃষ্ণ অধিকারী।
আলোচক ছিলেন মঠের গুরুদেব সহঅধ্যাপক প্রদীপ অধিকারী। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের (অব.) সহকারী সচিব জগদীশচন্দ্র বিশ্বাস।
বিভিন্ন ভারত-বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শত শত ভক্ত এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। কুইজ প্রতিযোগিতায় স্থানীয় স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পীসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।