৪ঠা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
মাগুরায় ৩টি মহাসড়কের উদ্বোধন
170 বার পঠিত

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : দেশের অন্যান্য স্থানের সাথে মাগুরার তিনটি মহাসড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার ভাচুয়ালি উদ্বোধনকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, মেয়র মাগুরা পৌরসভা খুরশীদ হায়দার টুটুল, উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ১৬৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মাগুরার ৩ মহাসড়কের নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম জানান, অনগ্রসর জনপদের গণমানুষের জীবনমান উন্নয়ন ও প্রতিবন্ধহীন সড়ক নেটওয়ার্ক স্থাপনের অভিলক্ষ্য অর্জনে সারাদেশে ২০০০ হাজার কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক উদ্বোধন করা হলো। সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের ৮ বিভাগের ৫০ জেলায় ১০০টি মহাসড়কে এই উন্নয়ন কাজ করা হয়েছে। যার দৈর্ঘ্য ২০২১ দশমিক ৫৬ কিলোমিটার। ১৪৯১৪ দশমিক ৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৮টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত এসব মহাসড়কের মধ্যে ৩৫২ দশমিক ২৬ কিলোমিটার খুলনা বিভাগে। মাগুরার ৩টি মহাসড়কের মধ্যে রয়েছে মাগুরা সদরের রামনগর থেকে আবালপুর পর্যন্ত ১০ দশমিক ১৫ কিলোমিটার, আড়পাড়া-কালীগঞ্জ জেলা মহাসড়কের (জেড-৭০২১) আড়পাড়া বাজার থেকে পিপরুল পর্যন্ত ১৪ দশমিক ৩৪ কিলোমিটার এবং আড়পাড়া-শালিখা থেকে শালিখা পুলিশ ফাঁড়ি পর্যন্ত ১০ দশমিক ১৯৫ কিলোমিটারসহ মোট ৩৪ দশমিক ৬৮৫ কিলোমিটার। এসব মহাসড়কের উন্নয়নে ব্যয় হয়েছে ১৬৭ দশমিক ৯০ কোটি টাকা। মাগুরা সড়ক বিভাগাধীন উন্নয়নকৃত মহাসড়কসমূহ হলো দৌলতদিয়া - ফরিদপুর (গোয়ালচামট)- মাগুরা - ঝিনাইদহ - যশোর - খুলনা - মংলা (দ্বিগরাজ) জাতীয় মহাসড়ক (এন-৭) (মাগুরা অংশ), আড়পাড়া- কালিগঞ্জ জেলা মহাসড়ক (জেড-৭০২১), আড়পাড়া- শালিখা জেলা মহাসড়ক (জেড-৭২০১)।

সম্পাদক ও প্রকাশক : শাহীন চাকলাদার  |  ভারপ্রাপ্ত সম্পাদক : আমিনুর রহমান মামুন।
১৩৬, গোহাটা রোড, লোহাপট্টি, যশোর।
ফোন : বার্তা বিভাগ : ০১৭১১-১৮২০২১, ০২৪৭৭৭৬৬৪২৭, ০১৭১২-৬১১৭০৭, বিজ্ঞাপন : ০১৭১১-১৮৬৫৪৩
Email : samajerkatha@gmail.com
পুরাতন খবর
Fri Sat Sun Mon Tue Wed Thu
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
স্বত্ব © samajerkatha :- ২০২০-২০২২
crossmenu linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram