মাগুরা প্রতিনিধি: মাগুরায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ৪ দিন ব্যাপী সমবায়ী সুফলভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান। মাগুরা সদর পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে ১৩ তারিখ হতে ১৬ তারিখ পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল¬ী উন্নয়ন অফিসার দেবাশীষ কুমার দাশ। অনুষ্ঠানে দক্ষতা উন্নয়ন কোর্স পরিচালক ছিলেন জুনিয়র অফিসার সাইফুল ইসলাম। প্রশিক্ষণে ৪০ জন সমবায়ী সদস্য অংশ গ্রহণ করেছেন।