ফারুক আহমেদ, মাগুরা : মাগুরায় সেমিকোলন’র আয়োজনে ‘এক পেট আহার অতঃপর হাসি’ (বিনামূল্যে খাদ্য প্রদান কর্মসূচি), কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে অসহায়, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার জেলা প্রশাসকের কার্যালয় (বিজয় চত্বর) প্রাঙ্গণে ‘এক পেট আহার অতঃপর হাসি’ এই অনুষ্ঠানের আয়োজনে অনুষ্ঠান হয়।
এক বছর বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জেলা প্রশাসক মাগুরা ও আজীবন উপদেষ্টা মোহাম্মদ আবু নাসের বেগ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হালিমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রবাসী কল্যাণ শাখা) নাহিদ ফাতেমা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) নাবিলা ইয়াসমিন, এক পেট আহার অতঃপর হাসি নির্বাহী পরিচালক সোহেল সবুজ, পরিচালক রিপন মাহমুদ, পরিচালক প্রশাসন ফসিয়ার রহমান, আজীবন সদস্য বগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর রওনক হোসেন, পরিচালক (মিডিয়া) দিলীপ বিশ্বাস, সহকারী পরিচালক (খাদ্য) বিপ্লব সরকার, সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুলতান শেখ, উপপরিচালক আকিদুল ইসলাম, পরিচালক (অডিট) আওলীয়া হোসেন, পরিচালক (খাদ্য) ইমরুল ইসলাম, সহকারী পরিচালক (খাদ্য) অরূপ কুমার বিশ্বাস, সম্মানিত সদস্য সোনিয়া সুলতানা, মারিয়া সুলতানা, সুলতানা নাসরিন, মোক্তার হোসেন, শেখ জলি আরা, পলি সাহা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডিসি আবু নাসের বেগ নিজ হাতে অসহায়, দুঃস্থদের ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করেন। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন অসহায়, প্রতিবন্ধী ও দুঃস্থ’র খাবার বিতরণ ও পরিবেশন করা হয়।